ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রাজিলে ৫ লাখ ছাড়াল করোনায় মৃত্যু

প্রকাশনার সময়: ২০ জুন ২০২১, ০৯:৩৮

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুতে দ্বিতীয় স্থানে অবস্থান করা ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৮৬৮ জন।

এ ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।

শনিবার (২০ জুন) ব্রাজিলে করোনায় মারা গেছেন ২ হাজার ২৪৭ জন। আর এদিন আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৭৪ জন।

বিবিসির খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভ্যাকসিন কার্যক্রম ধীরগতিতে চলতে থাকলে শীতের শুরুতে আক্রান্ত ও মৃত্যুতে আরও ভয়াবহ আকার রূপ ধারণ করবে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি খুবই জটিল। এখন পর্যন্ত দেশটির মাত্র ১৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। ধীরগতি টিকা কার্যক্রমের পেছনে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে। শুরু থেকেই করোনা সম্পর্ক একের পর এক নেতিবাচক মন্তব্য করে আসছেন তিনি। এমনকি মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মানতেও নারাজ তিনি। বিধিনিষেধ অমান্য করায় দুই দফা জরিমানা করা হয় তাকে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ