ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ওয়াগনারের বিদ্রোহ দেশদ্রোহিতার শামিল : পুতিন

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৩, ১৬:১৪ | আপডেট: ২৪ জুন ২০২৩, ১৬:২৭
ফাইল ছবি

ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর সশস্ত্র বিদ্রোহ হচ্ছে দেশদ্রোহিতার শামিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছিল তাদের শাস্তি দেওয়া হবে।

জরুরি টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ‘তিনি রাশিয়াকে রক্ষা করার জন্য সবকিছু করবেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’ ওই শহরেই রুশ সামরিক বাহিনীর সদর দফতর দখল করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

এ বিষয়ে আল জাজিরার প্রতিনিধি আলি হাসেম রুশ -নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর দোনেৎস্ক থেকে কথা বলছেন। তিনি বলেন, পুতিনের ভাষণে এটা স্পষ্ট যে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে এখন থেকে "রাষ্ট্রের শত্রু" হিসেবে দেখা হবে।

আলি হাসেম বলেন, রোস্তভ সামরিক সদর দফতর দখল একটি বড় ইস্যু। কারণ এটা ইউক্রেনবিরোধী রুশ অভিযানের সামরিক সদর দফতর।

তিনি বলেন, ওয়াগনার প্রধান বর্তমানে ইউক্রেনের যুদ্ধের দায়িত্বে রয়েছেন। এরপরও তিনি রুশ সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট করেছেন। এই নতুন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে সেটাই এখন দেখার বিষয়। তবে দোনেৎস্ক শহরে আমরা ভিন্ন কোনো তৎপরতা দেখতে পাইনি।

সূত্র : আল-জাজিরা

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ