ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুল বিমানবন্দর নিয়ে যে নির্দেশনা দিলো জাতিসংঘ

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৭

মার্কিন বাহিনীর শেষ বিমানটি সোমবার আফগান ত্যাগ করার পর কাবুল বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান।

বিমানবন্দরে ঢুকেই ফাঁকা গুলিবর্ষণ এবং সেজদা দিয়ে উদযাপন শুরু করে তালেবান যোদ্ধারা। তালেবানদের কাবুল বিমানবন্দরে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর বিবিসির

এদিকে মার্কিন বাহিনী আফগান ত্যাগের পর দ্রুত কাবুল বিমানবন্দর খুলে দিতে বলেছে জাতিসংঘ।

সোমবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে তালেবানকে এ আহ্বান জানানো হয়েছে। খবর আনাদোলুর।

মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের কাবুল দখলের পর এই প্রথম নিরাপত্তা পরিষদে আফগান নিয়ে বৈঠক হলো। রাশিয়া ও চীন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ফলে ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ৩-২ ভোটে প্রস্তাবটি পাস হয়। সব মিলিয়ে ১৩ সদস্য রাষ্ট্র প্রস্তাবটি সমর্থন করে।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রের শেষ সেনাসদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করেছে তালেবান।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ