শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩১ কার্তিক ১৪৩১
টাইটানিক সাব

দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে নিমজ্জিত টাইটানের অক্সিজেন 

প্রকাশনার সময়: ২১ জুন ২০২৩, ২২:৫৯
ছবি - সংগৃহীত

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গভীর সমুদ্রে নিমজ্জিত টাইটান সাবমেরিনের অক্সিজেন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। অথচ এখনও এ ডুবোজাহাজটির কোনো সন্ধান মেলেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে, সাবমেরিনটির অক্সিজেন বৃহস্পতিবার (বাংলাদেশ সময়ে) দুপুর ৪টার মধ্যে শেষ হয়ে যাবে। এটার মানে ডুবোজাহাজটিতে এখন টিকে থাকার জন্য ২০ ঘণ্টার কম অক্সিজেন আছে।

এদিকে টাইটান সাবমেরিনে নিখোঁজ পাঁচজনের পরিবার ও বন্ধুরা এখন হতাশ। তাদের ভয় ওই ডুবোজাহাজটি উদ্ধারের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গভীর সমুদ্রে সাবমেরিনটি নিখোঁজ হওয়ার তিন দিন পর, উদ্ধারকারী দলগুলো দ্রুত তাদের তৎপরতা বাড়িয়েছে।

ইউএস কোস্ট গার্ড নিশ্চিত করেছে যে অনুসন্ধান চালানো এলাকায় গত রাতে জোরে জোরে আওয়াজ পাওয়া গেছে। টাইটানের অনুসন্ধানে জড়িত একটি কানাডিয়ান বিমান এই শব্দের কথা জানিয়েছে। তবে তারা এ তথ্যও জানিয়েছেন যে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে সাবমেরিনটি শনাক্ত করার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

জোরে জোরে আওয়াজ পাওয়ার বিষয়টি একটি নতুন আশা জাগিয়েছিল যে ডুবোজাহাজটিতে থাকা যাত্রীরা জীবিত আছে। এ কারণে তারা শব্দ তরঙ্গ শনাক্ত করার জন্য উন্মত্ত প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু, ১২,৫০০ ফুট - প্রায় আড়াই মাইল সমুদ্র গভীরতায় নিমজ্জিত টাইটানকে উদ্ধার করতে পৃথিবীতে মাত্র দু’টি জাহাজ আছে।

উল্লেখ্য, রোববার আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার জন্য পানির নীচে যাওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পর মাদার ভেসেল পোলার প্রিন্স থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটান।

ওই ডুবোজাহাজে ব্রিটিশ বিলিয়নার ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান রয়েছেন। এছাড়া ফরাসি নৌবাহিনীর সাবেক পাইলট পল-হেনরি নার্গেওলে এবং পর্যটন সংস্থা ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশও রয়েছেন।

টাইটান সাবমার্সিবলের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলে ২০১৮ সালে সতর্ক করে দিয়েছিলেন ওশানগেটের সাবেক এক বিশেষজ্ঞ। সেই কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল প্রতিষ্ঠানটি।

সূত্র : বিবিসি, ডেইলি মেইল

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ