ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আফগান সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২১, ১৭:৪৯

গত এক মাসের ব্যাবধানে তৃতীয়বারের মতো আফগানিস্তান সীমান্তের তাজিকিস্তান অংশে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো আফগান সীমান্তের কাছে এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে। এই মহড়ায় প্রায় ৫০০ রুশ সেনা অংশ নিয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, কাবুলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় মস্কো। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে।

রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয় রাশিয়ায়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনাঘাঁটি অবস্থিত।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ