ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফরম

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২১, ১০:৪৩

আফগানিস্তানে তালেবান সদস্যদের জন্য একই রঙের ইউনিফরম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংগঠনটির পদস্থ কর্মকর্তারা বলেছেন, তালেবান সদস্যদের মধ্যে আরও বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালেবান কর্মকর্তারা বলছেন, কোনো কোনো দুষ্কৃতকারী তালেবানের পোশাক পরে এবং তালেবানের নাম ভাঙিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণা করছে। এ ধরনের প্রতারণা প্রতিহত করার লক্ষ্যে সব তালেবান সদস্যকে একটি সুনির্দিষ্ট ইউনিফরমের আওতায় নিয়ে আসা হবে।

তালেবানের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মৌলভী মোহাম্মাদি বলেছেন, জনগণ যাতে সাধারণ মানুষ ও তালেবান সদস্যদের মধ্যে পার্থক্য বুঝতে পারে সে জন্য আমাদের সেনাদের জন্য বিশেষ পোশাক তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিশ্বের সব দেশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের আলাদা ইউনিফরম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বাহিনীর বাইরে অন্য কাউকে তা পরার অনুমতি দেওয়া হয় না।

নয়া শতাব্দী/এসএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ