ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

প্রকাশনার সময়: ০৩ জুন ২০২৩, ২১:৩০
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর ফলে তার দুই দশকব্যাপী শাসনের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর ৩টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি শপথ নেন।

শপথে এরদোয়ান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি তুর্কি জাতির মর্যাদা, সংহতি ও এই দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার শপথ নিয়েছি। এছাড়াও সংবিধান ও আইনের শাসন, গণতন্ত্র, রাষ্ট্রীয় মূলনীতি ও কামাল আতাতুর্কের সংস্কার মেনে চলারও অঙ্গীকার করছি।’

শনিবার তুর্কি পার্লামেন্টে শপথ গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর দেশটির রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে এক জমকালো অনুষ্ঠান আয়োজিত হবে। সেখানে ২১ জন রাষ্ট্রপ্রধান, ১৩ জন প্রধানমন্ত্রী, অসংখ্য সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস (ওটিএস), ন্যাটো, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তুরস্কের এ প্রভাবশালী নেতা গত ২৮ মে শক্তিশালী বিরোধী জোটের বিরুদ্ধে নির্বাচনে জয় পান। অর্থনৈতিক সংকট, বিধ্বংসী ভূমিকম্প ও বিভিন্ন পশ্চিমা দেশের সমালোচনার পরও তাকে পরাজিত করা যায়নি। প্রথম দফা ভোটেও তিনি এগিয়ে ছিলেন।

গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ