ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘দেশের নিরাপত্তার সঙ্গে কো‌নোভাবেই আপস করা হবে না’

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২১, ১৭:৪২

দেশের নিরাপত্তার সঙ্গে কো‌নোভাবেই আপস করা হবে না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

রোববার (২৯ আগস্ট) তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকা।

এসময় তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে কো‌নোভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব।

পাকিস্তানের নাম করে রাজনাথ বলেন, ‘দু’বার যুদ্ধ‌ে হেরেছে। তারপরেও এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বারবার নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টেনে আনেন।

পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ভারতকে টার্গেট করে তারা অস্ত্র, অর্থ ও সন্ত্রাসী ট্রেনিং দিয়েছে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ