২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। এরপর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০১৮ সালের ভোটেও তার ওপরই আস্থা রাখেন তুর্কি জনগণ। এবার টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তরুণ প্রজন্মের এই জনপ্রিয় নেতা। আগামী পাঁচ বছরও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে চলা দেশটির নেতৃত্ব দেবেন তিনি।
গত ১৪ মে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পায়নি। ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়। রোববার (২৮ মে) রান-অফ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।
ভোট গ্রহণের পর থেকেই এরদোয়ানের সমর্থকরা আশাবাদী ছিলেন তাদের নেতাই আবার প্রেসিডেন্ট হবেন।
৯৭ শতাংশ ব্যালট বাক্স গণনা করার পর বেসরকারিভাবে ৬৯ বছর বয়সী এরদোয়ানকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এ নির্বাচনে এরদোয়ান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বি কামাল কিলিচদারগলু পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট।
সবমিলিয়ে তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ। ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি।
এদিকে এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বার্তায় অভিনন্দনের পাশাপাশি বিশ্ব রাজনীতিতে শক্তিশালী প্রভাবক দেশটির রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছেন বিশ্ব নেতারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুভেচ্ছা বার্তায় ন্যাটো জোটভুক্ত মিত্র দেশ তুরস্ককে সঙ্গে নিয়ে বিশ্ব রাজনীতিতে বিভিন্ন চ্যালেজ্ঞ মোকাবিলায় আশাবাদ জানিয়েছেন।
ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেরও প্রতিশ্রুতি দেন বিশ্বের শক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন শুভেচ্ছা জানিয়েছেন এরদোয়ানকে। তিনি বলেন, তৃতীয় মেয়াদে এরদোয়ানের বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদেও দেশটিতে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, নির্বাচনে আবারও এরদোয়ানের জয় প্রমাণ করেছে তুরস্কের জনগণ তার নিঃস্বার্থ উন্নয়ন কাজ ও স্বাধীন পররাষ্ট্রনীতিকে মূল্যায়ন করেছে।
রাষ্ট্রের সার্বভৌমত্ব সংহত করার পাশাপাশি ও স্বাধীন পররাষ্ট্রনীতির ধারক হিসেবে জনগণ এরদোয়ানকে ফের নির্বাচিত করেছে। বলা হয়েছে শুভেচ্ছা বার্তায়।
শুভেচ্ছা বার্তার শুরুতেই এরদোয়ানকে `আমার প্রিয় ভাই` উল্লেখ করে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ইচ্ছে পোষণ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তুরস্কের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ভালো প্রতিবেশী হিসেবে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ ও বাণিজ্য আরো জোরদার হবে।
লিবিয়ার প্রধানমন্ত্রী এরদোয়ানের আব্দুল হামিদ এরদোয়ানের জয়কে তুরস্কের বিজয় বলে আখ্যা দিয়েছেন।
এরদোয়ানের বিজয়কে অবিসংবাদিত উল্লেখ করে তাকে স্বাগত জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ফিলিস্তিন, আজারবাইজান ও সার্বিয়ার সরকারপ্রধানও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ