ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বাখমুত দখলের দাবি রাশিয়ার, সৈন্যদের পুরস্কার দেবেন পুতিন

প্রকাশনার সময়: ২১ মে ২০২৩, ১০:২১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফলতায় তিনি রুশ সেনাদের এবং ভাড়াটে ভাগনার গ্রুপকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

রোববার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত শহর বাখমুত পুরোপুরি দখল করা হয়েছে বলে শনিবার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের বৃহৎ এই সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সৈন্যরা।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, আজ (শনিবার) দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেয়া হয়েছে। শহরের শেষ অংশে যেখানে ইউক্রেনিয়ান সৈন্যরা উঁচু দালানের মাঝে আশ্রয় নিয়েছিল, তাও এখন রাশিয়ার দখলে।

ইয়েভজেনি প্রিগোজিন জানান, ওয়াগনার সৈন্যরা শহরটিতে আগামী বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত অপেক্ষা করবে। এ সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। শনিবারের ওই ভিডিওতে তিনি বাখমুত পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছেন।

তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। তবে দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, শহরের পরিস্থিতি ‘সংকটজনক’।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, বাখমুতে প্রচণ্ড যুদ্ধ চলছে। পরিস্থিতি খুবই ‘সংকটজনক’।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া মন্তব্যে পুতিন দাবি করেছেন যে, রাশিয়ান বিমান বাহিনীর সাহায্যে ভাগনার সৈন্যরা কয়েক মাস তীব্র লড়াইয়ের পর শনিবার ‘বাখমুতকে মুক্ত করার অপারেশন’ সম্পন্ন করেছে।

বাখমুতের নিয়ন্ত্রণ দাবি করে সর্বশেষ ভিডিওতে ভাগনার প্রধান প্রিগোজিন বলেছেন, এই সত্যের জন্য কেউই আমাদের নিন্দা করতে পারে না।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ