ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনী ও বাইডেন প্রশাসনের আলোচনা

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২১, ১৮:০৯

প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্মকর্তার বরাতে শনিবার (২৮ আগস্ট) একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এই দু'টি দেশের বাণিজ্য যুদ্ধের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন, চীনের মানাধিকার লঙ্ঘন এবং তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এসব ইস্যু নিয়ে সম্পর্কের অবনতি তলানিতে ঠেকেছে। এর মাঝেই জানা গেল এ আলোচনার কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সে এ কথোপকথন হয়েছে। দু’পক্ষই দেশটির সেনাবাহিনীর মধ্যে সুসর্ম্পক ও যোগাযোগ বজায় রাখা ও আলোচনার পথ খোলা রাখতে চায়। ওই কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ দুই সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের উন্মুক্ত মাধ্যম বজায় রাখার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে।

জানা গেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এখনও তার চীনা সমপর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেননি। কারণ কোন চীনা কর্মকর্তা অস্টিনের সমপর্যায়ের ছিলেন তা নিয়ে বিতর্ক ছিল।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ