ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুল বিস্ফোরণে আমেরিকার চেয়েও বেশি যোদ্ধা হারিয়েছি: তালেবান

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২১, ১৯:০৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

কাবুলের এই ভয়াবহ বিস্ফোরণে আমেরিকার চেয়েও বেশি যোদ্ধা হারিয়েছে তালেবান।

তালেবানের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ভয়াবহ এই জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, “৩১ আগস্টে মধ্যেই সকল বিদেশি সেনাকে আফগানিস্তানের মাটি ত্যাগ করতে হবে। এই সময়সীমা বাড়ানোর কোনও কারণ নেই।” সূত্র: আল-জাজিরা

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ