ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

তুরস্ক কাবুলে তালিবানের সঙ্গে প্রথম আলোচনা করেছে: এরদোগান

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২১, ১৫:৫৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২১, ১৬:০৭

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি নেতা বলেন, আলোচনা কাবুল বিমানবন্দরের একটি সামরিক বিভাগে অনুষ্ঠিত হয়েছে যেখানে তুর্কি দূতাবাস অস্থায়ীভাবে অবস্থান করছে।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার বলেছেন, তুরস্ক তালেবানের সঙ্গে কাবুলে প্রথম আলোচনার আয়োজন করেছে, তিনি আরো বলেন, আফগান রাজধানীর বিমানবন্দর পরিচালনার জন্য আঙ্কারা এখনো ইসলামপন্থী গোষ্ঠীর প্রস্তাব মূল্যায়ন করছে। বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী ছিল।’

এরদোগান বলেন, তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য একটি অনুরোধ করেছে। তবে আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। কেননা সেখানে সবসময় মৃত্যু এবং এরকম দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। তুরস্ক কাবুলের কৌশলগত বিমানবন্দরকে সুরক্ষিত ও পরিচালনায় সাহায্য করার পরিকল্পনা করছিল। কিন্তু বুধবার তুরস্ক আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করে - আঙ্কারার এই লক্ষ্য পরিত্যাগ করার একটি স্পষ্ট লক্ষণ।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ