ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাঞ্জশির সীমান্তে এবার পাক সেনাদের যুদ্ধের মহড়া!

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২১, ০১:৪৫

আফগানিস্তানে গৃহযুদ্ধের আবহে মধ্যেই পাঞ্জশির সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করল পাক সেনাবাহিনী। এতে যৌথভাবে অংশ নিচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাকিজস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার বিকেলে থেকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পব্বিতে পাক সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে।

‘দোস্তারম-৩’ নামে এই মহড়ায় অংশ নিচ্ছে পাক সেনাবাহিনীর ‘স্পেশাল ফোর্স’-এর ইউনিটগুলি। রয়েছে আধুনিক হেলিকপ্টারসহ পাক বাহিনীর নতুন নানা অস্ত্রসম্ভারও।

পাক সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্গম অঞ্চলে দ্রুত সন্ত্রাসবিরোধী অভিযান অনুশীলনের উদ্দেশ্যেই এই সামরিক মহড়া। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তানের পাঞ্জশির সীমান্তের লাগোয়ো এলাকায় ‘দোস্তারম-৩’-এর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন উঠেছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ