ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানে সহায়তা স্থগিত করার ঘোষণা বিশ্বব্যাংকের

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২১, ১৫:৪৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২১, ১৫:৫০

আফগানিস্তানে অর্থ সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে অর্থ প্রদান স্থগিত করে। খবর বিবিসির

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটির উন্নয়ন বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আফগানিস্তানে আমাদের সহায়তা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছি। আমাদের অভ্যন্তরীণ নীতি ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে যাচ্ছি। আফগানিস্তানের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

জানা যায়, ২০০২ সাল থেকে বিশ্বব্যাংক আফগানিস্তানে তাদের সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিল। গত শুক্রবার আফগানিস্তান থেকে বিশ্বব্যাংক তাদের কর্মীদের সরিয়ে নেয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ