ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ন্যাটোতে ফিনল্যান্ড, সম্মত তুরস্ক 

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৩, ১৭:১০

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে সম্মতি দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর ফলে দেশটির ন্যাটোতে যোগদানে আর কোনো বাধা থাকল না।

ফিনল্যান্ডের বিষয়ে গত সপ্তাহেই সবুজ সংকেত দিয়েছিল হাঙ্গেরির পার্লামেন্ট। ৩০ সদস্যের জোটে কেবল বাকি ছিল তুরস্ক। তুরস্ক তাদের পক্ষে ভোট না দিলে ন্যাটোয় যোগদান অসম্ভব ছিল ফিনল্যান্ডের। কারণ, নিয়ম অনুযায়ী নতুন কোনো দেশকে ন্যাটোতে যোগ দিতে হলে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

ফিনল্যান্ডকে নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিল তুরস্ক। প্রায় এক বছর ধরে আলোচনার পর এই মাসের গোঁড়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আশ্বাস দিয়েছিলেন যে, ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে তাদের আর কোনো আপত্তি নেই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ দেখায় ফিনল্যান্ড। দেশটির সঙ্গে রাশিয়ার ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

এদিকে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, আসন্ন দিনে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করবে।

টুইটারে এক ভিডিও বার্তায় স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর ৩০ মিত্রই ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির প্রোটকলে অনুমোদন দিয়েছে। আমাদের জোটের জন্য ফিনল্যান্ড অনেক কিছু নিয়ে আসবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সুইডেনেরও জোটে অন্তর্ভুক্তির সুযোগ আছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ