ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুল বিমানবন্দর হাসপাতাল বন্ধ করে দেবে নরওয়ে 

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২১, ০০:০০

নরওয়ের সামরিক বাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার এনটিবি সংবাদ সংস্থাকে বলেন, নরওয়ের সামরিক বাহিনী আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে কাবুল বিমানবন্দরে পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল৩১ আগস্টের মধ্যে বন্ধ করে দেবে। এই হাসপাতালটি ন্যাটো বাহিনীর সেবার জন্যই খোলা হয়েছিল। তবে এ বছরই এটি বন্ধ করে দিতে হচ্ছে।

এদিকে আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সে অনুযায়ী পেন্টাগন জানিয়েছে, তারা ডেডলাইনের মধ্যেই নিজেদের সেনা সরিয়ে নেবে। অবশ্য এর আগেই তালেবান, বিদেশি সেনাদের ডেডলাইনের মধ্যে সরিয়ে নিতে হুশিয়ারি দিয়েছেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ