ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানদের বিমানবন্দর যেতে তালেবানের নিষেধাজ্ঞা 

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২১, ২১:১৭

এবার আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দর যেতে নিষেধাজ্ঞা করল তালেবান। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় গোষ্ঠীটি।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আফগানদের বিমানবন্দরে যেতে আমন্ত্রণ করছে।

তিনি বলেন, আমরা আমেরিকানদের বলতে চাই, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে উৎসাহ দেবেন না। তাদের প্রতিভা আমাদের দরকার।

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জানান, আফগান মিডিয়া, হাসপাতাল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে এবং স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ