ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

বৃহস্পতিবার যেসব দেশে রোজা শুরু

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২৩, ১৮:৫৬ | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১৯:১৫

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই ২২ মার্চ (বুধবার) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে দেশগুলোতে। এতে করে সেসব দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

সৌদি আরব, আমিরাতসহ যেসব দেশে বৃহস্পতিবার রোজা শুরু হবে- এমন কয়েকটি দেশের নাম নিচে দেওয়া হলো-

ফিলিস্তিন : আলকুদসের (জেরুসালেম) গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজানের প্রথম দিন হবে বৃহস্পতিবার।

ইরাক : ইরাকের ফিকাহ বোর্ড ঘোষণা করেছে, বুধবার শাবানের ৩০তম দিন এবং বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে।

কুয়েত : বৃহস্পতিবার প্রথম রোজা বলে ঘোষণা করেছে কুয়েত।

সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার শাবান মাসের শেষ দিন। রোজা শুরু বৃহস্পতিবার।

বাহরাইন : বাহরাইনে বুধবার শাবান শেষ হবে। রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

সিরিয়া : সিরিয়ার ফিকাহ বোর্ডের সূত্রে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রোজার প্রথম দিন।

মিসর : মিসরের দারুল ইফতা জানিয়েছে, বৃহস্পতিবার রমজান শুরু হচ্ছে।

ইয়েমেন : ইয়ামেনের আওক্বাফ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সেদেশের আকাশে নতুন চাঁদ ওঠেনি। সেজন্য রোজার শুরু বৃহস্পতিবার।

এছাড়াও সুদান, লেবানন, তিউনিসিয়া, কাতার, লিবিয়া, ওমানেও রোজা শুর হবে বৃহস্পতিবার।

সূত্র : আলজাজিরা

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ