ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আদালতের রায়ে ঘর বাঁধছেন দুই তরুণী সমকামী

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২১, ১৭:২৫
মুর্শিদাবাদের বহরমপুরের দুই সমকামী তরুণী

ভারতের মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা দুই সমকামী তরুণী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁরা এক সঙ্গে থাকতে চান। তাঁদের সেই ভালোবাসা মেনে নিতে পারেনি পরিবারের লোকজন। এরপরই শুরু হয়ে তাদের প্রতি অত্যাচার। এক পর্যায়ে পুলিশের সাহায্য চেয়েও পাননি তারা।

অবশেষে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এই দুই তরুণী সমকামী।

সোমবার উচ্চ আদালতের বিচারপতি নির্দেশ দেন, একসঙ্গে থাকার যে সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন, তাতে আইনি কোনও বাধা নেই।

এর আগে তাদের সম্পর্ক ভাঙার জন্য উভয়কেই শারীরিক অত্যাচার করে জোর করা হয়। পরে বহরমপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই দুই তরুণী। তাতে অবশ্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। উল্টো তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয় বলে অভিযোগ।

অবশেষে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন কলকাতা হাই কোর্টের সরকারি আইনজীবী অঙ্কন বিশ্বাস। তাঁরা ওই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা করেন। আর সেই মামলার রায় তাদের পক্ষেই এসেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ