ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইফতার বিতরণে লাগবে সরকারি অনুমতি, অন্যথায় জেল-জরিমানা

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৩, ২১:৫৪

অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলেও সরকারি অনুমতি লাগবে বলে নিয়ম করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে সরকারি অনুমতি ছাড়া অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অব চ্যারিটি (আইএসিএডি) বিভাগ শুক্রবার (২১ মার্চ) এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া জনসমাগম পূর্ণ এলাকায় ইফতার বিতরণ বা তার জন্য অর্থ সংগ্রহ করলে ৫ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা গুনতে হবে। টাকার যার পরিমাণ ১ লাখ ১২ হাজার থেকে ২৯ লাখ। অর্থ জরিমানাসহ ৩০ দিন কিংবা এক বছরের জেলও হতে পারে।

করোনা পরিস্থিতির কারণে এমন নির্দেশনা জারি করা হয়েছে। খুবই অল্প সংখ্যক রমজানে ইফতার বিতরণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে লাগবে সরকারের অনুমতি। আইএসিএডি ওয়েবসাইট থেকে অনুমতি নেওয়া যাবে।

এছাড়া ৮০০৬০০ নম্বরে কল করেও অনুমতি নেওয়া যাবে। অনুমতি নেওয়ার আগে অবশ্যই কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের আইডি কার্ড। যে এলাকায় ইফতার প্রদান করা হবে তার জন্য একটি ফরম পূরণ করতে হবে। যেখান থেকে খাবার নেওয়া হবে তার তথ্যও দিতে হবে। এসব মিললেই খাবার বিতরণ করা যাবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ