ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাইেডন প্রশাসনকে হুশিয়ারি তালেবানের 

প্রকাশনার সময়: ২৩ আগস্ট ২০২১, ২০:৪২

এবার বাইডেন প্রশাসনকে রিতীমতো হুশিয়ারি দিলো তালেবান। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন হুশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তারা বলছে, বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না।

তালেবানের এ মুখপাত্র আরো বলেন, ‘আগামী ৩১ আগস্ট শেষ দিন। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন ওই দিনের মধ্যে সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। এই সময়সীমার সম্প্রসারণের অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ। সময়সীমা যদি পরিবর্তন করতে চায়, তাহলে সেটির প্রতিক্রিয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তালেবানের এই নেতা।’

আগামী ৩১ আগস্টের পর সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ব্রিটেন চাপ দিতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ব্যাপারে সুহাইল শাহিন বলেন, ‘পূর্বঘোষিত ডেডলাইনের মধ্যেই বিদেশি সৈন্যদের প্রত্যাহার করতে হবে। অন্যথায় এটি ডেডলাইনের পরিষ্কার লঙ্ঘন।’

পাশাপাশি তালেবান পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১শে অগাস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটিও আর বাড়ানো হবে না বলে জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘প্রয়োজনে মার্কিন সৈন্য প্রত্যাহারের ডেডলাইন পার হলেও আফগানিস্তানে অবস্থান করা দেশটির সব নাগরিককে ফিরিয়ে না আনা পর্যন্ত কাবুলে থাকবে সৈন্যরা’

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘যদি কোনো মার্কিন নাগরিক থেকে যায়, আমরা তাদের বের করে নিয়ে আসা পর্যন্ত থাকব।’

বাইডেন জানান, ১০ হাজার থেকে ১৫ হাজার মার্কিন নাগরিকের সাথে ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে কাজ করা ৫০ হাজার থেকে ৬৫ হাজার আফগানকে দেশটি থেকে বের করে আনা প্রয়োজন। এই বিপুল লোককে আফগানিস্তান থেকে বের করে আনতে বর্তমানে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে চার হাজার ৫০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সম্পর্কে বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট জানান, সেখানে টারমাকে নামার পর মনে হবে যেন কেউ আপনাকে মাথায় একটা ইট দিয়ে আঘাত করেছে।

তিনি বলেন, ‘বিমানবন্দরের সবদিকেই কেবল ধূসর রঙের বিশাল সব সামরিক বিমান। আকাশে উড়ছে সামরিক হেলিকপ্টার।’

প্রত্যেকটি বিমানের দিকে লম্বা লাইন করে ছুটছে আফগানরা। এই লাইনের যেন কোন শেষ নেই। তাদেরকে বলা হয়েছে, তারা কেবল একটি স্যুটকেস সাথে নিতে পারবে। এই একটা স্যুটকেস হাতেই তারা তাদের দেশ ছেড়ে যাচ্ছে।

নয়া শতাব্দী/জেআই/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ