ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে দিল্লি

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২১, ০৮:৪১

ভারি বর্ষণের পর তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাত। শনিবার সকালে পর্যন্ত দিল্লিতে ১৩৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় যা এ মৌসুমের মধ্যে সবচেয়ে বেশি।

শনিবার দিল্লি ও এর আশেপাশের এলাকায় এক থেকে ২ ফুট পর্যন্ত পানি জমে জলাবদ্ধতা হয়। দেখা দেয় ব্যাপক ট্রাফিক জ্যাম। রেললাইন তলিয়ে যাওয়ায় বাতিল করা হয় ট্রেন চলাচল। শনিবারের জন্য দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। আর রবিবারের জন্য জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।

এছাড়া ২৩ থেকে ২৬শে আগস্ট পর্যন্ত জারি থাকবে গ্রিন অ্যালার্ট। কাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগামী কয়েকদিনই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

এদিকে, মধ্যপ্রদেশেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকাল পর্যন্ত রাজ্যের ২৪ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ