ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীলঙ্কায় অর্থ সংকটে স্থানীয় নির্বাচন স্থগিত

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫২
ছবি : হিন্দুস্তান টাইমস

অর্থনৈতিক সংকটের জেরে প্রয়োজনীয় তহবিল না মেলায় ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশন এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে ৩ মার্চ নির্বাচনের নতুন তারিখের ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে। খবর এনডিটিভির।

নির্বাচন স্থগিতের ঘোষণার আগে শুক্রবার একটি বৈঠকে বসেন কমিশনের কর্মকর্তারা।

অর্থ সংকটের জন্য আগামী মে মাস পর্যন্ত নির্বাচন পেছানো নিয়ে শ্রীলঙ্কার শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল হয়েছিল। সেই পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল গতকাল। তবে, সেটি হয়নি। শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। এরপরেই নির্বাচন কমিশন থেকে এ ঘোষণা আসে।

নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ পেতে এবার শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারডেনের শরণাপন্ন হবেন নির্বাচন কমিশন।

চলতি ফেব্রুয়ারির শুরুর দিকে সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছিল, চলমান অর্থনৈতিক সংকটের জেরে আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ করা কঠিন হবে।

বৃহস্পতিবার এক ভাষণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন, শ্রীলঙ্কা এখন অর্থনৈতিক সংকটের যে ঘূর্ণিতে আছে, প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব হলো দেশকে এই ঘূর্ণি থেকে বের করে আনা।

ভাষণে যদিও তিনি সরাসরি বলেননি, তবে ইঙ্গিত দিয়েছিলেন— বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেশের টালমাটাল অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

উল্লেখ্য, গত বছর মার্চেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেবারও একই কারণে, অর্থাৎ অর্থনৈতিক সংকটের জেরেই স্থগিত করা হয়েছিল নির্বাচন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ