ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানের কাছ থেকে ৩ জেলার দখল নিলো প্রতিরোধ বাহিনী

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২১, ২০:০৭

তালেবানের কাছ থেকে ৩ জেলা দখলে নিয়েছে আফগানিস্তান জাতীয় প্রতিরোধ বাহিনী।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

জানা যায়, তালেবানের কাছ থেকে উত্তর কাবুলের বাগলান প্রদেশের তিনটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

নিজেকে তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করা আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘প্রতিরোধ বাহিনী দক্ষিণাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-হিসার, দেহ-ই-সালেহ, বানু জেলার নিয়ন্ত্রণ নিয়েছে।’

জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদি টুইটারে লিখেন, প্রতিরোধ এখনও চলমান রয়েছে। তিনি এর আগে নিশ্চিত করেছিলেন দেহ-ই-সালেহ জেলায় তালেবানবিরোধী পতাকা উড্ডয়নের।

আশরাফ গণির প্রশাসনে বাগলান প্রদেশের পুলিশ কমান্ডারের দায়িত্বে থাকা সাইফুল্লাহ মাহজুন তিনটি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি ফোনে জানান, আন্দারাব অঞ্চলের তিনটি জেলা আমরা পুনরায় দখল করেছি। অভিযানে অর্ধশতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

তিনি আরও জানান, আমাদের অভিযানের নেতৃত্বে রয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমদ মাসুদ এবং আফগানিস্তানের জনগণ সমর্থন জানাচ্ছেন। অভিযানে আফগান সেনাবাহিনীর অনেক সদস্য ছিল।

নয়া শতাব্দী/জেআই/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ