আফগানিস্তান থেকে বিতাড়িত ৫ হাজার আফগান নাগরিককে তৃতীয় দেশে যাওয়ার পথে সাময়িকভাবে আশ্রয় দিবে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তান থেকে বিতাড়িত ৫ হাজার ব্যক্তিকে তৃতীয় দেশে যাওয়ার পথে ১০ দিনের জন্য আরব আমিরাতে থাকার সম্মতি দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে একটি মার্কিন বিমানে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করবে বিতাড়িত আফগানরা।
প্রসঙ্গত, তালেবানের হাতে কাবুল পতনের পর থেকেই নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে আফগানিস্তান ছাড়ছেন দেশটিতে অবস্থান করা বিদেশিরা এবং দেশটির নাগরিকেরা।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ