ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে বিমানবাহিনীর এক জোড়া যুদ্ধ বিমান বিধ্বস্ত

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:২৪
ছবি : সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১ পাইলট নিহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদেনে তথ্য জানানো হয়। বিধ্বস্ত হওয়া বিমান দুইটি হলো- একটি সুখোই সু-৩০ এবং একটি মিরাজ ২০০০। যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সুখোই যুদ্ধ বিমানে দুইজন পাইলট ছিল, আর মিরাজের একজন পাইলট ছিল। এরমধ্যে সুখোই-এর দুই পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন এবং একটি হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ভারতীয় বিমান বাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, গোয়ালিয়রের কাছে সকালে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি রুটিন অপারেশনাল ফ্লাইং ট্রেনিং মিশনে ছিল। জড়িত তিন পাইলটের একজন, মারাত্মক জখম হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরো জানিয়েছে, মাঝ-আকাশে সংঘর্ষের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য বিমান বাহিনী তদন্ত শুরু করেছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ