ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানে গণতন্ত্র চলবে না, কেবল শরিয়া আইন: তালেবান

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২১, ০২:৪৭

তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতন্ত্র হবে না বলে এই গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন।

তালেবানের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে, তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ, এটা পরিষ্কার। এটা হবে শরিয়া আইন এবং এটাই ঠিক।’

এই গ্রুপের একজন সিনিয়র সদস্য বলেন, আফগানিস্তান এখন একটি কাউন্সিল দ্বারা শাসিত হতে পারে যেটা তালেবানরা দখল করে নিয়েছে, অন্যদিকে ইসলামপন্থী গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা সামগ্রিক দায়িত্বে থাকবেন।

তিনি বলেন, আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান। ​"মোটেই গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না কারণ আমাদের দেশে এর কোন ভিত্তি নেই।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ