ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবান বিরোধী বিক্ষোভে নিহত ৩

প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২১, ১৯:১০ | আপডেট: ১৮ আগস্ট ২০২১, ১৯:১৩

জালালাবাদে তালেবান বিরোধী বিক্ষোভে মিলিটারীর গুলিতে ৩ জন নিহত এবং ১৫ জনের বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ আগস্ট) জালালাবাদে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স

জানা যায়, জালালাবাদে আফগানিস্তানের জাতীয় পতাকা নামিয়ে তালেবানের সাদা পতাকা লাগিয়ে দেয় তালেবান বাহিনী। এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েন জালালাবাদের বাসিন্দারা।

এরপর হাজার হাজার সাধারণ জনগণ জড়ো হয়ে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের সময় স্থানীয় জনগণ তালেবানের সাদা পতাকা নামিয়ে আফগানিস্তানের জাতীয় পতাকা টাঙিয়ে দিলো তালেবান মিলিটারীর সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হন।

এসময় বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা জানান, ‘আমাদের পতাকা তালেবানরা পরিবর্তন করে দিয়েছে। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমাদের পতাকা রক্ষা করব।’

এছাড়াও রাজধানী কাবুলে নারীদের এবং নানগারহারের ঘানিখেল জেলায় শত শত আফগানকে তালেবানদের বিরুদ্ধে বিক্ষোভ করার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

নয়া শতাব্দী/জেআই/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ