ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

৬৩ সেনা নিহত হওয়ার কথা স্বীকার রাশিয়ার

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৩, ২১:১০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলায় নিজেদের সেনা নিহত হওয়ার কথা রাশিয়ান কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা প্রায় বিরল।

সোমবার (২ জানুয়ারি) রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বদিকের শহর মাকিভকায় একটি অস্থায়ী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমারস গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ভূপাতিত হয়েছে। বাকি চারটি ওই ভবনে গিয়ে আঘাত হানে।

ইউক্রেন সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ রোববার দাবি করে, তারা রাশিয়ার ৪০০ সৈন্যকে হত্যা করতে সমর্থ হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০০ সৈন্য। এই দাবির পরদিনই রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি এলো।

দোনেৎস্কের মস্কো সমর্থিত কর্তৃপক্ষ এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে। কর্তৃপক্ষের জ্যেষ্ঠ এক কর্মকর্তা টেলিগ্রামে এক পোস্টে বলেন, হতাহত হয়েছে, তবে সংখ্যা এখনো অজানা। ভবনটি খুব বাজেভাবে ধ্বংস হয়ে গেছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ