মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে তোলা দুর্নীতির মামলায় পাঁচ অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে দেশটির জান্তাশাসিত আদালত। এ ঘটনায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।
গত বছরের ডিসেম্বর থেকে মিয়ানমারের সামরিক আদালতে সু চিকে অন্তত ২৬ বছরের সাজা দেয়া হয়েছে। আর শুক্রবার তাকে আরো সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এর আগে গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ