ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

ইউক্রেন সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। কিন্তু কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পুতিন।

ভ্লাদিমির পুতিন বলেন, গ্রহণযোগ্য সমাধানের জন্য আমরা এ সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এটা তাদের ওপর নির্ভর করে। আমরা আলোচনায় অস্বীকৃতি জানাচ্ছি না, তারা জানাচ্ছে।

পুতিন বলেন, আমি বিশ্বাস করি আমরা সঠিক কাজই করছি। আমরা আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের নাগরিক ও মানুষের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

রাশিয়াকে পশ্চিমারা ভাঙার চেষ্টা করছে—এমন ক্ষোভ ঝেড়ে পুতিন বলেন, এসবের মূলে রয়েছে আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যার উদ্দেশ্যই হলো রাশিয়াকে ভাঙা, ঐতিহাসিক রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করা। তারা সব সময় রাশিয়াকে ‘ভাঙার এবং পরাজিত’ করার চেষ্টা করেছে…. আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু—রাশিয়ান জনগণকে একত্র করা।

এরআগে চলতি মাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস বলেছিলেন, বেশিরভাগ সংঘাতই আলোচনার মাধ্যমে শেষ হয়। তবে যুদ্ধ শেষ করার জন্য রাশিয়া একটি বাস্তব আলোচনার বিষয়ে এখনও ‘সিরিয়াস’ নয় বলে সিআইএর মূল্যায়ন তুলে ধরেছিলেন তিনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ