ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনে সোনার খনিতে আটকা পড়েছেন ১৮ জন

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ২০:৫১

চীনের উত্তর-পশ্চিমে জিনজিয়ান অঞ্চলে সোনার খনিতে আটকা পড়েছেন ১৮ জন কর্মী। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। দেশটির সরকারি সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে কাজাখস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইনিং কাউন্টিতে ওই সোনার খনিতে কাজ করছিলেন ৪০ জন। সেই সময় সোনার খনিতে ধস হয়। খনি থেকে ২২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনো খনির ভেতরে ১৮ জন আটকা পড়ে আছেন।

চীনের সিনহুয়া সংবাদ সংস্থা বলেছে, আটকা খনিশ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

চীনের খনিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বর মাসে কয়লার খনিতে ধসে ১৯ খনিশ্রমিক আটকা পড়েন। দীর্ঘদিন খোঁজ করার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ