ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানের নতুন নির্দেশনা নিয়ে যা বলছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:০০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:৩৭

এখন থেকে আফগানিস্তানে নারীরা দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) আর কাজ করতে পারবেন না। তবে তালেবানের এমন নির্দেশের পর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তে নারীদের মৌলিক অধিকারকে খর্ব করেছে।

দেশটির তালেবান সরকার শনিবার (২৪ ডিসেম্বর) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবিলম্বে তাদের নারী কর্মীদের কাজে আসা নিষিদ্ধ করতে আদেশ দিয়েছে।

এ প্রসঙ্গে তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারীরা এনজিওতে কাজ করতে পারবেন না। অনেক নারী ইসলামী পোশাকরীতি মেনে কর্মক্ষেত্রে আসছিলেন না বলে অভিযোগ আনা হয়েছে আফগান নারীদের বিরুদ্ধে।

সম্প্রতি দেশটির নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এর মধ্যেই এনজিওতে কাজ না করার নির্দেশনা আসল। তালেবান সরকারের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত আফগান জনগণের জন্য ধ্বংসাত্মক হবে।

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের উপ বিশেষ প্রতিনিধি ও মানবিক সমন্বয়কারী রমিজ আলাকবারভ বলেন, তালেবানের চিঠির প্রতিবেদনে ‘গভীরভাবে উদ্বিগ্ন’, এবং মানবতার স্পষ্ট লঙ্ঘন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ