ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ২৩:৩৮

আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিষিদ্ধের পর এবার বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার।

শনিবারের (২৪ ডিসেম্বর) এক চিঠির মাধ্যমে এ নিষেধাজ্ঞার আদেশ জারি করে আফগান অর্থ মন্ত্রণালয়। এতে, নারীদের জাতীয় ও আন্তর্জাতিক উভয় এনজিওতে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

তবে এ আদেশ আফগানিস্তানে থাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এসব সংস্থা দেশটিতে বিভিন্ন ত্রাণ ও উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে।

কোনো প্রতিষ্ঠান নতুন এ নীতি না মেনে চললে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

এদিকে কাজে যেতে বাধাপ্রাপ্ত কয়েকজন নারী সংবাদমাধ্যম বিবিসির কাছে তাদের ভয় ও অসহায়ত্বের কথা বলেছেন।

এক নারী বলেন, তিনি তার পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি। তিনি বলেন, ‘যদি কাজে না যেতে পারি তাহলে কে আমার পরিবারকে সহায়তা করবে?’

আরেক নারী জানান, তিনি তালেবানের কঠোর পোশাক নীতি মেনে চলতেন। তিনি বলেন, ‘এ খবরে আমি মর্মাহত। আমার জীবনে কী হবে তা নিয়ে আমি বিভ্রান্ত।’

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ