ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপানে তুষারপাতে ১৩ জনের প্রাণহানি

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ২০:৩৫

জাপানে সম্প্রতি তুষারপাতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৮০ জনের বেশি। এছাড়াও ভারী তুষারপাতে ১০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জাপানি কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানায়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তর জাপান ও জাপান সাগরের উপকূলে তুষারঝড় ও উচ্চ ঢেউয়ের কারণে ৬০ সেন্টিমিটার (দুই ফুট) পর্যন্ত গভীর তুষারপাত হতে পারে।

শনিবার বিকেল পর্যন্ত ৩০ জনের বেশি গুরুতর এবং ৫০ জনের বেশি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। উত্তর জাপানে ট্রেন ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। এ ছাড়া দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে যান চলাচলেও বিঘ্ন ঘটেছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ