ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে গিরিখাতে যাত্রীবাহী বাস, নিহত ২৩

প্রকাশনার সময়: ১১ জুন ২০২১, ১৮:২৯ | আপডেট: ১১ জুন ২০২১, ২০:০০
সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় যাত্রীবোঝাই একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মীয় এক উৎসব শেষে বাড়ি ফেরার পথে বিপজ্জনক একটি মোড় নেওয়ার সময় বাসটি গিরিখাতে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে জানিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‌‌বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী ছিল, এমনকি অনেকে বাসটির ছাদে বসেও বাড়ি ফিরছিলেন।

খুজদারের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) বশির আহমেদ বলেন, দুর্ঘটনার শিকার যাত্রীরা স্থানীয় এক মুসলিম দরবেশের সাক্ষাৎ করতে গেয়েছিলেন। তারা সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। দুর্ঘটনায় নিহতদের সবাই পুরুষ।

নয়া শতাব্দী/কেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ