মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সফর শেষে ইউক্রেনে ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন
ইউক্রেনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার এই প্রথম কোনো বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে যান।
সেখানে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন এবং পরে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে, কখনোই আত্মসমর্পণ করবে না। এ সময় নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে ইউক্রেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে জেলেনস্কির ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ১৮৫ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়া হয়েছে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াশিংটন।
ভলোদিমির জেলেনস্কি প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিফোরভ বলেন, প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড হয়ে দেশে ফেরেন। ফিরতি পথে পোল্যান্ডে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন জেলেনস্কি। এই যাত্রাবিরতির মধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে সাক্ষাৎ করেন।
অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে গিয়ে একটি ‘মারাত্মক ভুল’ করেছেন বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির স্টেট ডুমা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য দিমিত্রি বেলিক ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্টের সফরের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ