ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাশের থাকার প্রত্যয় বাইডেনের, আত্মসমর্পণ করবে না ইউক্রেন 

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ১১:০৫

নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে ইউক্রেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আমরা কখনোই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না।

স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার সময় জো বাইডেন এ কথা বলেন।

এছাড়াও বুধবার স্থানীয় সময় বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাইডেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আপনার সাথে আছি, এটা (যুদ্ধ জয় করতে) যতক্ষণ লাগে’।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমেরিকার সবাই; ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান সবাই জানে রাশিয়াকে থামানোটা কেন জরুরি।

এর আগে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন জো বাইডেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনো বিদেশ সফর।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় জেলেনস্কি প্রতিশ্রুতি দেন যে, তার দেশ কখনোই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ‘ইউক্রেন তার জায়গা ধরে রেখেছে ও কখনোই আত্মসমর্পণ করবে না।’

জেলেনস্কি বলেন, মার্কিন কংগ্রেসে আসতে পারা ও আপনারাসহ সকল আমেরিকানদের সাথে কথা বলা আমার জন্য বড় সম্মানের বিষয়। ধ্বংস ও অন্ধকারময় পরিস্থিতিতেও ইউক্রেনের পতন ঘটেনি। ইউক্রেন টিকে আছে ও লড়াই করছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ