ভারতের মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার ১৫ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটির নোনি জেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ হায়ার সেকেন্ডারি লেভেলের প্রায় ৩৬ জন ছাত্রছাত্রী ও স্টাফদের নিয়ে ওই বাসটি বাৎসরিক শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিল। বাসটি রাজ্যের খৌপুম এলাকার দিকে যাচ্ছিল।
এসময় মণিপুরের নোনি জেলায় বিষ্ণুপুর খউপম রাস্তার ওপর লংসাই টুবুং গ্রামের কাছাকাছি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। পরে ঢালু খাদ গড়িয়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় মানুষজনই প্রাথমিকভাবে দুর্ঘটনাস্থলে উদ্ধারের কাজ শুরু করেন।পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে শুরু করেন।
নোনি জেলা প্রশাসনের সূত্রে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। ইতোমধ্যেই মণিপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ড. সপম রঞ্জন সিং দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, কীভাবে দুর্ঘটনাটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র : এএনআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ