ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেলিকপ্টার বোঝাই টাকা নিয়ে কোথায় পালালেন গানি?

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২১, ১৯:৪০ | আপডেট: ১৬ আগস্ট ২০২১, ২০:৩৪

কাবুলের চারদিক তালেবানরা ঘিরে ফেলার পরই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি পালিয়েছেন। পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ তিনি নিয়ে গেছেন। তবে এসব অর্থ নিয়ে তিনি কোথায় গেছেন কারো কাছে সঠিক তথ্য নেই।

কিন্তু কেউ কেউ বলছেন তার কাছে আরো বেশি টাকা ছিল। একটি হেলিকপ্টারে টাকা বোঝাই করার পরও যেসব টাকা আরো কোথাও রাখা সম্ভব হয়নি, সেগুলো তিনি রেখে গেছেন। আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে আরআইএ বলেছে, চারটি গাড়ি ভরা নগদ অর্থ ছিল। তাঁরা নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন।

কিন্তু জায়গা হয়নি। নগদ অর্থের একটা অংশ বিমানবন্দরের টারমাকে ফেলে গেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকেও এই বক্তব্য দিয়েছেন ইশচেঙ্কো। তথ্যের উৎস হিসেবে প্রত্যক্ষদর্শীদের কথা বলেছেন তিনি।

রোববার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করলে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। তিনি উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে খবর বেরোলেও বাস্তবে কোথায় গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে আশরাফ গানি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, ৬০ লাখ মানুষের রাজধানী শহরে রক্তপাত এড়াতে তিনি দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ