ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মেসির জন্ম আসামে, গর্বিত সংসদ সদস্য!

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭

রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের আনন্দে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো টুইটারেও উপচে পড়ছে লিওনেল মেসি ভক্তদের শুভেচ্ছাবার্তা। তেমনই এক টুইট করতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য আব্দুল খালেক। টুইটারে তিনি দাবি করেছেন, মেসির জন্ম আসামে!

আসামের বরপেটা কেন্দ্রের সংসদ সদস্য মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত।’ এরপর মেসির ‘আসাম-যোগ’ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহারকারী। প্রত্যুত্তরে সংসদ সদস্য লেখেন, ‘আসামে জন্ম মেসির’। আদতে মেসির জন্ম আর্জেন্টিনার রোসারিওতে।

এই টুইট প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় চারদিকে। ভুল হয়েছে বুঝতে পেরে পরক্ষণেই ওই টুইট ডিলিট করে দেন সংসদ সদস্য। কিন্তু বিতর্ক তাতে থামেনি।

এক জন সংসদ সদস্য হয়ে কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সরব হন অনেকে। আব্দুল খালেক এই টুইট ঘিরে ‘ট্রোলিং’ শুরু হয়ে যায় টুইটারে। কেউ মজা করে লেখেন যে, ‘হ্যাঁ, মেসি তো আমার সহপাঠী ছিলেন।’ আবার কেউ লেখেন যে, ‘বিশ্বকাপের পর মেসি ও তার স্ত্রী আসামে এসেছিলেন।’

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ