ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বদলে যাচ্ছে আফগানিস্তানের নাম

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২১, ১৪:২১

দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটেছে আফগানিস্তানে। চূড়ান্ত বিজয় অর্জন করেছে তালেবান।

রোববার ( ১৫ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে তাজিকিস্তানে পালালে দেশটির পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। আলী আহমদ জালালীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।

নিয়ন্ত্রণ নিয়েই তালেবান বদলে ফেলতে চলেছে আফগানিস্তানের নাম। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যেকোন সময় দখল করে নেওয়া কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ঘোষণা দিতে পারেন তালেবান নেতারা।

এদিকে আশরাফ গানির পদত্যাককে ঘিরে দেশটির নতুন প্রেসিডেন্ট কে হতে পারে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। ৫৩ বছর বয়সী এ তালেবান নেতা আফগানিস্তানে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা।

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ