ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ভেজাল মদে ৬৫ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২২, ১২:১১

ভারতের বিহার রাজ্যে ভেজাল মদ পান করে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

বিহার রাজ্যের সরন জেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিষেধাজ্ঞা জারির পর বিহারে ভেজাল মদ্যপানে এ ধরনের ট্র্যাজেডি প্রথম।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার বিধানসভায় নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বেআইনি মদে পান করে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেয়া হবে না।

মৃত্যুর ঘটনায় নীতীশ কুমার আরো বলেন বলেন, বিষাক্ত মদ পান করে মারা যাওয়া মানুষের শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। এ ছাড়া হরিয়ানা, উত্তর প্রদেশ, যেখানেই যান গল্প একই। প্রচুর মানুষ বিষাক্ত মদপান করে মারা যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষাক্ত মদ পানই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ