সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে চীনের সৈন্যদের সাথে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ৯ ডিসেম্বর উভয় দেশের সৈন্যদের মাঝে সংঘর্ষের এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে এসেছে গত সোমবার।
চীন নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংকটকে লুকিয়ে রাখতে চাচ্ছে মোদি সরকার। অরুণাচলের ঘটনার পর শুক্রবার প্রথমবার এ নিয়ে মুখ খুলে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তার দাবি, চীন ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তা মানতেই চাচ্ছে না মোদি সরকার।
৭ নভেম্বর থেকে শুরু হওয়া রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শততম দিন অতিক্রম করেছে। বর্তমানে যাত্রা চলছে রাজস্থানে। সেখান থেকে রাহুল দাবি করেন, চীন পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। ওরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। দেখুন, ওরা কী ধরনের অস্ত্র ব্যবহার করছে। কিন্তু আমাদের সরকার তা মানতেই চাচ্ছে না।
আসলে ভারত সরকার একটি ঘটনাকে কেন্দ্র করে কাজ করছে, সামগ্রিক কৌশল বলে কিছু নেই। চীন আমাদের জমি কেড়ে নিয়েছে। আমাদের সেনাদের মারছে। চীনের বিপদ এখন আর লুকানোর কোনো ব্যাপার নয়। কিন্তু সরকার এসব দেখেও দেখছে না। চীন লাদাখ ও অরুণাচলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সরকার গভীর ঘুমে, বলেন রাহুল।
সূত্র : আনন্দবাজার
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ