ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে করণীয় কী?

প্রকাশনার সময়: ০৭ জুন ২০২২, ১৫:৪০

করোনার পরে বিশ্ববাসীর জন্য নতুন আতঙ্ক মাঙ্কি পক্স। প্রায় ৩০টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই রোগ। গোটা বিশ্বে প্রায় ৭৮০ জন আক্রান্ত। যার অধিকাংশেই ইউরোপের নানা দেশের বাসিন্দা।

আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

মাঙ্কি পক্স থেকে নিজেকে দূরে রাখার কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতিমারি বিশারদ মারিয়া ভ্যান কারখোভ।

সব দেশকেই সতর্ক হতে বলছেন হু-এর স্বাস্থ্যকর্তারা। তবে যে সব দেশে বেশি ছড়াচ্ছে, তাদের এখনই কিছু পদক্ষেপ করতে বলা হয়েছে।

মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে কী করতে হবে?

প্রথমত, কারও মাঙ্কি পক্স হয়েছে বলে সন্দেহ হলেই আগে তাকে পাঠাতে হবে নিভৃতবাসে। অন্যদের সঙ্গে কোনও ভাবেই থাকতে দেওয়া যাবে না।

যদি কোনও একদল মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে বলে সন্দেহ হয়, তবে সকলকেই আলাদা রাখতে হবে। করোনার মতো এক জনের থেকে আর এক জনে ছড়াতে দেওয়া যাবে না।

করোনার সময়ে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়ে পড়েছিলেন। মূলত সতর্কতার অভাবে। এ বার প্রথম থেকে হাসপাতালের কর্মীদের সাবধান করতে হবে। তাদের সুরক্ষার জন্য যা যা জিনিসপত্র জরুরি, তা আগে থেকেই সংগ্রহ করতে হবে।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ