ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিএমটিএ’র সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২২, ২০:১৬

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রায় ১১ বছর পর মেডিকেল টেকনোলজিস্টদের মাদার সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) পুনঃগঠনের লক্ষ্যে সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) জনাব চন্দ্র শেখর সাহার সভাপতিত্বে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) অডিটোরিয়াম মহাখালী, ঢাকায় সকাল ১১ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে মেডিকেল টেকনোলজিস্টদের পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি), স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (স্বামেপ) ও আইএইচটি ঢাকা ছাত্রলীগ প্রতিনিধিসহ সারা দেশের ৬৪ জেলার জেলা বিএমটিএ’র ৫ জন প্রতিনিধি সদস্যসহ সহস্রাধিক সাধারণ মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন।

মো. আশিকুর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২২ এর আহ্বায়ক আকতার হোসেন কিরণ। পরে জেলা প্রতিনিধিদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বিএমটিএ’র সাধারণ সম্পাদক মো. জুনায়েদ বাপ্পি, ময়মনসিংহ জেলার প্রতিনিধি শহিদুল ইসলাম, আইইডিসিআরের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রাজ্জাক, রংপুর জেলা বিএমটিএ’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা আইএইচটি কলেজ ছাত্রলীগের প্রতিনিধি নাসিম উদ্দীন, চাপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি আমিনুল ইসলাম টিপু, কক্সবাজার জেলা বিএমটিএ’র প্রতিনিধি মো. শাহা আলম, সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট মো. মিজানুর রহমান, বাংলাদেশ ডেন্টাল পরিষদের প্রতিনিধির হাফিজুর রহমান, রাজশাহী জেলার কলেজ বিএমটিএ’র সভাপতি মহসিন আলী, জামালপুর বিএমটিএ’র প্রতিনিধি আক্তারুজ্জামান, রাজশাহী বিএমটিএ’র প্রতিনিধি জাহিদ সরকার, কুড়িগ্রাম, জেলার বিএমটিএ’র প্রতিনিধি সামিউল বাসির, চট্টগ্রাম জেলার বিএমটিএ’র সভাপতি মো. মোসলেম উদ্দীন, ইন্সটিটিউট অব নিউরোসাইন্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. সেলিম রেজা, খুলনা জেলা বিএমটিএ’র প্রতিনিধি প্রদীপ পাল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট বাবু সমীরণ, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট দেবনাথ মন্ডল, রাজশাহী বিএমটিএ’র প্রতিনিধি শহিদুল ইসলাম বেলাল, আইএইচটি ঢাকা ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ শামীম, আইএইচটির শিক্ষক মজিবুর রহমান, আশিকুর রহমান সহ প্রমুখ।

উক্ত সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে আকতার হোসেন কিরণকে সভাপতি, শামশু উদ্দীন পলাশকে সিনিয়র সহ-সভাপতি, মো. আশিকুর রহমানকে মহাসচীব ও মো. নুরুল ইসলাম ফারুকীকে সাংগঠনিক সম্পাদক করে অন্তর্বর্তী কালীন কমিটি গঠনসহ একটা নির্বাচন কমিশন গঠন করা হয়। উক্ত নির্বাচন কমিশন আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে শক্তিশালী বিএমটিএ গঠন করার প্রতিশ্রুতি দেন। সভার সভাপতি জনাব চন্দ্র শেখর সাহাকে ক্রেস্ট প্রদান করেন সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২২ এর আহ্বায়ক আকতার হোসেন কিরণ ও সদস্য সচীব মো. আশিকুর রহমান। পরে সভার সভাপতি জনাব চন্দ্র শেখর সাহার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সভার সমাপ্তি ঘটে।

নির্বাচন কমিশন গঠন হয় ৩ সদস্যদের : প্রধান নির্বাচন কমিশনার ১, জনাব চন্দ্র শেখর সাহা, নির্বাচন কমিশনার ২. মো: মোয়াজ্জেম হোসেন ও ৩. মো: জাকারিয়া মৃথা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ