ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীর বাসাবোতে ওমিক্রন সনাক্ত

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪২

এবার রাজধানীর বাসাবোতে এক নারীর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে চারজন ওমিক্রন ধরনে আক্রান্ত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তির বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। তিনি এখন ঢাকায় আছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ ও এ-সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। তবে নতুন সংক্রমিত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল সোমবার ঢাকার আরেক ব্যক্তি ওমিক্রনে সংক্রমিত বলে জানা যায়। তার বয়স ৫৬ বছর। এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। তারা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ