শরীরের বাড়তি ওজন নিয়ে মুশকিলে পড়তে হয় অনেককেই। তবে বাড়তি ওজন কমানোর জন্য নানারকম প্রচেষ্টা থাকে কম বেশি সবারই। খাদ্য গ্রহণের ক্ষেত্রে নানা সতর্কতা থাকে। তবে পানি পানের মাধ্যমেই আপনি কমাতে পারেন আপনার বাড়তি ওজন। নিয়মিত যেভাবে পানি পান করেন, সেভাবে পানি পান করলে ওজন কমবে না। কিছু নিয়ম মেনে পানি পান করলেই পাবেন আপনার কাঙ্ক্ষিত ওজন।
ওয়াটার ফাস্টিং এক কথায় দীর্ঘ সময় শুধু পানি করে থাকা ওয়াটার ফাস্টিং। যারা স্বল্প সময়ে ওজন কমাতে চান, তাদের প্রতি বেলায় সময় ভাগ করে এই তরল পান করতে হবে। টানা ২০ দিন ওয়াটার ফাস্টিং করলে খুব সহজেই কমবে ওজন। পুষ্টিবিদদের মতে, দিনের শুরু থেকে সাত বা আট ঘণ্টা সময় পর্যন্ত শুধু খাওয়া ও পান করা যাবে স্যুপ, জুস আর পানি। ওয়াটার ফাস্টিং টানা ২০ দিন করতে পারলে কমে যাবে ৫ থেকে ৬ কেজি ওজন। তবে টানা ২০ দিনের বেশি এটা না করা ভালো।
আপনার শরীর এই ফাস্টিংয়ের উপযোগী কিনা?
ফাস্টিংয়ের তালিকা
যারা শারীরিকভাবে সুস্থ, তাদের জন্য ওয়াটার ফাস্টিংয়ের একটা নমুণা তালিকা দেয়া হলো_
যেমন সকাল আটটার মধ্যে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করতে হবে। এরপর বেলা ১১টার দিকে আঁশসহ যে কোনো ফলের রস। বেলা দুইটায় শসা ও টমেটোর জুস। বিকেলে এক কাপ লাল চালের ভাতের সঙ্গে খেতে পারেন এক টুকরা মাছ আর এক বাটি সবজি। ভাত খেতে না চাইলে এ সময় ভেজিটেবল স্যুপও খেতে পারেন। সন্ধ্যা বেলায় চিয়া বীজ খেতে পারেন লেবু দিয়ে। আর রাতে ঘুমানোর আগে এক কাপ টক দই খাবেন।নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ