ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদা সকল রোগ নিরাময়ে দাদা, কিন্তু...

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২১, ০৬:৪৮
আদা

আদার ওষুধি গুণ অনেক। তাই তো কথায় বলে,আদা সকল রোগ নিরাময়ে দাদা। কেননা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,আরথ্রাইটিসের ব্যথা কমায়, বমি ও বমি বমি ভাব প্রতিরোধ করে। এ ছাড়া রক্তের শর্করা কমায় এবং কোলেস্টেরল কমাতে কাজ করে।

তবে জানেন কি? শারীরিক কিছু অবস্থায় আদা খাওয়া ক্ষতির কারণ হতে পারে? তাই জেনে নিন, কখন কখন এড়িয়ে চলবেন আদা

গর্ভাবস্থায়: গর্ভাবস্থায় আদা খাওয়া অপরিপক্ক শিশু হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই গর্ভাবস্থায় বিশেষ করে শেষের তিন মাস আদা খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

রক্তে সমস্যা: আদা রক্ত চলাচল বাড়ায়। এটি এর ভালো দিক। তবে যাদের রক্তের রোগ হেমোফিলিয়া রয়েছে, তারা এটি এড়িয়ে গেলেই ভালো।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস : বেটা ব্লকার, অ্যান্টি কোয়াগুলেন্টস, আর যেসব ওষুধ ইনসুলিনের ওপর ভিত্তি করে তৈরি হয়- এসবের ওপর আদা প্রভাব ফেলে। তাই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে যাওয়া ভালো বা কম খাওয়া ভালো।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ